
বর্তমান জব মার্কেটে ইন্টার্নশিপ এর গুরুত্ব কেমন তা আর বলার অপেক্ষা রাখেনা। তবুও অনেক শিক্ষার্থী ও গ্রাজুয়েটগণ ইন্টার্নশিপ এর উদ্দেশ্য বা কেনো ইন্টার্নশিপ করবেন সে বিষয়ে দ্বিধায় থাকেন। এই পোস্টে ইন্টার্নশিপ কেনো করবেন অর্থাৎ ইন্টার্নশিপ এর উদ্দেশ্য কি সেসব প্রশ্নের উত্তর পাবেন।
ইন্টার্নশিপ এর উদ্দেশ্য
একাডেমিক শিক্ষা ও প্র্যাকটিক্যাল কাজের অভিজ্ঞতার মধ্যে যে গ্যাপ রয়েছে তা পূরণ করতে পারে ইন্টার্নশিপ। চলুন জেনে নেওয়া যাক ইন্টার্নশিপ এর উদ্দেশ্য এবং কিভাবে ইন্টার্নশিপ আপনার ক্যারিয়ার বিল্ডিংয়ে সাহায্য করতে পারে।
ব্যবহারিক অভিজ্ঞতা অর্জন করা
কোনো ইন্ডাস্ট্রি বা ফিল্ডে ব্যবহারিক অভিজ্ঞতা অর্জনে সাহায্য করে ইন্টার্নশিপ। ব্যবহারিক এসাইনমেন্ট ও প্রজেক্ট এর মাধ্যমে ইন্টার্নগণ তাদের তত্ত্বীয় জ্ঞানকে বাস্তব জীবনে কাজে লাগানোর সুযোগ পায়। এই ব্যবহারিক অভিজ্ঞতা তাদের দক্ষতা বিকাশে সাহায্য করে যা নিয়োগদাতাদের চাহিদার শীর্ষে থাকে।
ক্যারিয়ার অপশন এক্সপ্লোর করা
ইন্টার্নশিপ এর উদ্দেশ্য এর মধ্যে অন্যতম হলো ক্যারিয়ার অপশন এক্সপ্লোর করা। ইন্টার্নশিপ এর মাধ্যমে বিভিন্ন ক্যারিয়্যার ও ইন্ডাস্ট্রি এক্সপ্লোর করার সুযোগ পাওয়া যায়, যার ফলে সম্ভাব্য ক্যারিয়ার টেস্ট-ড্রাইভ করা যায়। সরাসরি অভিজ্ঞতার মাধ্যমে, একজন ইন্টার্ন বিভিন্ন ক্যারিয়ারের চাহিদা, চ্যালেঞ্জ এবং সুবিধাগুলি মূল্যায়ন করতে পারেন, সেগুলো ভালভাবে যাচাই করে নিজের পছন্দ নির্বাচনে সক্ষম হন।
প্রফেশনাল নেটওয়ার্ক তৈরী করা
ক্যারিয়ার ডেভলাপমেন্ট এর জন্য নেটওয়ার্কিং বেশ গুরুত্বপূর্ণ একটি বিষয় আর ইন্টার্নশিপ এর উদ্দেশ্য এর মধ্যে প্রফেশনাল কানেকশন তৈরী করা একটি। ইন্টার্নশিপ এর মাধ্যমে একজন ইন্টার্ন ইন্ডাস্ট্রি প্রফেশনাল, মেন্টর ও অন্যান্য ইন্টার্নদের সাথে সম্পর্ক স্থাপনের সুযোগ পান, যার মাধ্যমে ভবিষ্যতের জন্য রেফারেন্স, রিকমান্ডেশন ও সম্ভাব্য কাজের সুযোগও পাওয়া যায়।
রেজ্যুমে গড়ে তোলা
রেজ্যুমেতে ইন্টার্নশিপ এর অভিজ্ঞতার উল্লেখ থাকলে তা চাকরি পাওয়ার সম্ভাবনা বাড়ায়। যেকোনো নিয়োগদাতা অবশ্যই ব্যবহারিক অভিজ্ঞতাকে অধিক গুরুত্ব প্রদান করবেন, আর ইন্টার্নশিপ এর মাধ্যমে একজন ব্যাক্তি পেশাদার পরিবেশে কাজের অভিজ্ঞতা গ্রহণ করেন। আবার ইন্টার্নশিপ এর মাধ্যমে স্কিল ডেভলপমেন্ট হয় বলে তা একজন ক্যান্ডিডেটের প্রোফাইলকে ভারি করে তুলে।
সফট স্কিল তৈরি করা
টেকনিক্যাল স্কিলসমূহের পাশাপাশি প্রয়োজনীয় সফট স্কিল বেশ দ্রুত শিখতে সাহায্য করে ইন্টার্নশিপ। কমিউনিকেশন, টিমওয়ার্ক, সমস্যা সমাধান, এডাপ্টিবিলিটি এবং সময় ব্যবস্থাপনা এর মত অনেক সফট স্কিল ইন্টার্নশিপ এর মাধ্যমে আপনাআপনি অর্জন করা সম্ভব হয়।
ইন্ডাস্ট্রি ইনসাইটস জানা
ইন্ডাস্ট্রি কিভাবে কাজ করে, কি ট্রেন্ড চলছে ইত্যাদি সম্পর্কে সম্মুখ ধারণা পাওয়া যায় ইন্টার্নশিপ এর মাধ্যমে। প্রতিদিনের অপারেশন, চ্যালেঞ্জ ও সুযোগ সম্পর্কে জানতে পারেন ইন্টার্নগণ। এই জ্ঞানের ফলে কোনো নির্দিষ্ট ইন্ডাস্ট্রির ওভারাল পিকচার সম্পর্কে বিস্তারিত জ্ঞান পাওয়া যায় যা বর্তমান ও ভবিষ্যৎ, উভয় সময়ে কাজে আসে।
মেন্টরশিপ ও গাইডেন্স পাওয়া
অনেক ইন্টার্নশিপে মেন্টরশিপ প্রোগ্রাম রয়েছে যেখানে ইন্টার্নগণ অভিজ্ঞ প্রফেশনালদের কাছ থেকে গাইডেন্স ও সাপোর্ট পেয়ে থাকেন। মেন্টরগণ তাদের মূল্যবান পরামর্শ, ক্যারিয়ার ইনসাইটস, ইত্যাদি প্রদান করে একজন ইন্টার্ন এর প্রফেশনাল পথচলাকে সহজ করে তুলেন। এছাড়া মেন্টরশিপ এর মাধ্যমে নিজের পছন্দের ক্যারিয়ার খুঁজে পাওয়া ইন্টার্নশিপ এর উদ্দেশ্য এর মধ্যে একটি।
একাডেমিক ক্রেডিট অর্জন করা
অনেক শিক্ষা প্রতিষ্ঠান ইন্টার্নশিপ এর জন্য একাডেমিক ক্রেডিট প্রদান করে থাকে, যার ফলে তাদের ডিগ্রিতে এগিয়ে যাওয়ার পাশাপাশি ব্যবহারিক অভিজ্ঞতা অর্জনের বিষয়টি বেশ সহজ হয়। ক্লাসরুম ও বাস্তব দুনিয়াকে একসাথে মিশিয়ে এভাবে একাডেমিক পারফরম্যান্স বাড়ানো যায় ও প্রতিযোগিতাপূর্ণ চাকরির বাজারে স্থান করে নিতে সুবিধা হয়।
ব্যক্তিগত গ্রোথ ও আত্মবিশ্বাস তৈরী করা
ইন্টার্নশিপ থেকে প্রাপ্ত জ্ঞান ও অভিজ্ঞতার মাধ্যমে পারসোনাল বা ব্যাক্তিগত গ্রোথ হয় এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আবার অভিজ্ঞতার কল্যাণে বাস্তব জীবনে কাজের ক্ষেত্রে আত্মবিশ্বাস পাওয়া যায় ইন্টার্নশিপ এর মাধ্যমে।
▶ ইন্টার্নশিপ কিভাবে খুঁজে পাবেন? ইন্টার্নশিপ পাওয়ার উপায়
ইন্টার্নশিপ কি কোনো কাজে আসে?
ইন্টার্নশিপ কি আসলেই কোনো কাজে আসে? উত্তর হলো হ্যা, ইন্টার্নশিপ ব্যবহারিক অভিজ্ঞতা, ক্রিয়ার অন্বেষণ, নেটওয়ার্কিং, দক্ষতা বিকাশ, ব্যাক্তিগত গ্রোথ, ইত্যাদি অমূল্য সুবিধা পাওয়া যায়। ইন্টার্নশিপ মানে কিন্তু শুধুমাত্র অভিজ্ঞতা অর্জন নয়, নিজের প্যাশন খুঁজে পাওয়া, পরিচিত হওয়া ও নিজের ক্যারিয়ারকে সমৃদ্ধ করতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।